ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

‘কিছু হলেই পুলিশ ধরে নিয়ে যায়, এ পথ থেকে ফিরে আসতে চাই’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
‘কিছু হলেই পুলিশ ধরে নিয়ে যায়, এ পথ থেকে ফিরে আসতে চাই’ 

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তির পৌর এলাকায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন চলাকালে সেখানে উপস্থিত হয়ে অপরাধের এ পথ থেকে ফিরতে এলাকাবাসীর সহায়তা ও ক্ষমা চাইলেন খোরশেদ নামে চিহ্নিত এক মাদককারবারি।

এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বললেন, কিছু হলেই পুলিশ আমাকে ধরে নিয়ে যায়।

আমি এ পথ থেকে ফিরে আসতে চাই।  

শুক্রবার (১ নভেম্বর) রাত ৮টায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই এলাকার শীর্ষ মাদককারবারি খোরশেদ আলম ও তার স্ত্রী রাবেয়া আক্তার রুম্পার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ দীর্ঘ দিনের। ইতোপূর্বে তাদের বিরুদ্ধে ২৮টি মাদক মামলা হয়েছে। জামিনে এসেই তারা আবার মাদকের কেনাবেচা শুরু করেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে অর্থের লোভ দেখিয়ে শিশুদের দিয়ে মাদক পরিবহনের অভিযোগ করেন এলাকাবাসী।

যার প্রতিবাদে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন শুক্রবার রাতে যুব সমাজকে রক্ষায় দাবিতে এলাকার বটতলায় একটি মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন চলাকালে মাদককারবারি খোরশেদ নিজেই হাজির হয়ে তার অপরাধ স্বীকার করে এলাকাবাসীর সহযোগিতা চান।

এলাকাবাসীর উদ্দেশ্যে খোরশেদ বলেন, আমার বিরুদ্ধে ২৩টি ও আমার স্ত্রীর বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। কিছু হলেই পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। আমি এ পথ থেকে ফিরে আসতে চাই, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমি আর মাদক বিক্রি করবো না।  

এছাড়া মাদককারবারি ওই দম্পতি ভবিষ্যতে এ কারবারে আর যুক্ত হবে না মর্মে স্ট্যাম্পের মাধ্যমে এলাকাবাসীর কাছে অঙ্গীকার করেন।

বিষয়টির আইনগত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপে কামনা করেন মানববন্ধনে উপস্থিত ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বক্তব্য দেন অহিদুর রহমান, হাজী মোহাম্মদ হারুন অর রশিদ, শহীদুল ইসলাম খোকন, তানিউল আলম শাম্মী, সালামাতুল্লাহ সেলিম, আনিছুর রহমান, মিজানুর রহমান, জহিরুল ইসলাম ও আরিফ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ০২, অক্টোবর ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।