ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

জামালপুরে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা, তিন শিক্ষককে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২:৪২ পিএম, এপ্রিল ১৫, ২০২৫
জামালপুরে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা, তিন শিক্ষককে অব্যাহতি

জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড বিএম কলেজে চলমান এসএসসি পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা করায় তিন শিক্ষককে অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে গণিত পরীক্ষা চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যাওয়ার পর এ ঘটনা ঘটে।

অব্যাহতিপ্রাপ্ত তিন শিক্ষক হলেন-উপজেলার কুলকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. নুরুল ইসলাম, অ্যাডভোকেট নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুল আলিম এবং একই স্কুলের শিক্ষক সুলতান মাহমুদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীরা দেখাদেখি করছিল। এসময় শিক্ষকরা তাদের কোনো রকম বাধা দেয়নি। ওই তিন শিক্ষক পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা করেছেন, এ কারণে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫

আরএ

বাংলাদেশ সময়: ২:৪২ পিএম, এপ্রিল ১৫, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।