ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১ পিএম, এপ্রিল ১৫, ২০২৫
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩ নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে।

ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার ইছানীল এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৩ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোরে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ায় যাচ্ছিল সাকুরা পরিবহনের একটি বাস। ঝালকাঠি শহর অতিক্রম করার পর বাসটি ইছানীল এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটিতে ২০ জনের মতো যাত্রী ছিল। এর মধ্যে নারী-পুরুষসহ ১৩ যাত্রী আহত হয়। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়।  

ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, ভোরে সাকুরা পরিবহনের একটি বাস পিরোজপুরের ভান্ডারিয়ায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসটিতে থাকা ১৩ যাত্রী আহত হন। পরে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
আরবি

বাংলাদেশ সময়: ১২:৪১ পিএম, এপ্রিল ১৫, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।