ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১ পিএম, এপ্রিল ১৫, ২০২৫
ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

ঢাকা: রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা।  

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার শুরু হয়।

এ সময় উভয় কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি।

দুই কলেজের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার এসআই তানভীর বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে আমাদের থানার বেশ কয়েকটি টিম আছে। এছাড়াও সেখানে ডিসি স্যার আছেন। পরে বিস্তারিত জানাবো।  

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
এমএমআই/এমএম

বাংলাদেশ সময়: ১২:৪১ পিএম, এপ্রিল ১৫, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।