ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রীবাহী বাসের পেছনে অপর বাসের ধাক্কা, সুপারভাইজার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
যাত্রীবাহী বাসের পেছনে অপর বাসের ধাক্কা, সুপারভাইজার নিহত

কুমিল্লা: কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসের পেছনে অপর বাসের ধাক্কায় অলিউল্লাহ নামে এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন।  

শনিবার (২০ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলা হাড়িখোলা মাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত অলিউল্লাহ দেশ ট্রাভেলস বাসের সুপারভাইজার বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পূর্ণ ঠিকানা পাওয়া যায়নি।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ঢাকা থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলস এক্সপ্রেস বাসটি ওভারটেকিং করার সময় পাপিয়া ট্রান্সপোর্ট বাসকে ধাক্কা দিলে দেশ ট্রাভেলস বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চাপা পড়ে বাসের সুপারভাইজার আহত হন। পরে তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনার পর দুই বাসের চালক পালিয়ে গেছেন। তবে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। দেশ ট্রাভেলস পরিবহন কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। তারা এসে নিহতের পরিচয় নিশ্চিত করবে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।