ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
বাঁশখালীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা ...

চট্টগ্রাম: বাঁশখালীতে গলায় ফাঁস দিয়ে বৈশাখী খাতুন (২৪) নামের এক নারী আত্মহত্যা করেছেন।  

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের ভাসানীর দোকান নেজামের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বৈশাখী দিনাজপুর জেলার পার্বতীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোশাররফ হোসেনের স্ত্রী এবং এক সন্তানের জননী। মোশাররফ ইনসেপ্টা ওষুধ কোম্পানির এমআর হিসেবে বাঁশখালীতে কর্মরত।

 

জানা যায়, ৫-৬ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। গুণাগরীতে একটি ভাড়া বাসায় তারা বসবাস করতেন। ঘটনার সময় মোশাররফ হোসেন তার কর্মরত প্রতিষ্ঠানের মাসিক সভায় চট্টগ্রাম শহরে এসেছিলেন।  

ভাড়াটিয়ারা জানান, সকালে দরজার বাইরে তিন বছরের ছেলেকে কান্নাকাটি করতে দেখে দরজার সামনে গিয়ে ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি। দরজায় ধাক্কা দিলে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখা যায় তাকে।  

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বৈশাখী খাতুনের মোবাইল উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।