ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফুলকির শিশুদের পরিবেশনায় নাটক 'পোচতা'র মঞ্চায়ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
ফুলকির শিশুদের পরিবেশনায় নাটক 'পোচতা'র মঞ্চায়ন

চট্টগ্রাম: নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মঞ্চায়ন হলো ফুলকির শিশুদের পরিবেশনায় নাটক পোচতা (ডাকঘর)।  

১৯৪২ সালে নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা "ডাকঘর" নাটকের মঞ্চায়নের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই নাটক।

রবীন্দ্রনাথের "ডাকঘর" নাটকের অনুবাদ উইলিয়াম রাদিচের লেখা "দ্য পোস্ট অফিস" বইয়ের ভূমিকা অবলম্বনে গবেষণা, দৃশ্যভাবনা ও পা-ুলিপি নির্মাণ করেছে ফুলকির শিশুরাই।  

নাটকে ইতিহাসের সঙ্গে তুলে আনা হয়েছে বর্তমান বিশ্বের যুদ্ধ পরিস্থিতিও।

এ মঞ্চায়নে মিলনায়তন ভর্তি দর্শক উপলব্ধি করেন যুদ্ধ নয় কেবল মানবিকতাই গড়তে পারে শান্তির পৃথিবী।

নাটকটির সম্পাদনা ও নির্দেশনায় মুবিদুর রহমান সুজাত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফুলকির বিভিন্ন প্রকল্পের শিশুরা। রয়েছে বড়দের চরিত্রও। অভিনয় করেন- স্বপ্নময় মোহর, ঋদ্ধিমান রোদ্দুর, অরিত্র বড়–ুয়া, সারাহ, শেখ রেহেনুমা মাহনূর, দেবর্ষী দীপ্র, রোহান রাজ, অগ্নিপ্রভা বৈদ্য, দেবস্মিতা দাশ, রুযাইনা ওয়াফিয়া, জুবিয়া রহমান, রেহনুমা তাসনীম, সুরঞ্জনা তলাপাত্র, প্রজ্ঞা প্রিয়া হালদার, নয়নিকা নাথ, শ্রীজা মজুমদার, দীপ্র ওঙ্কার সোফি, শ্রেয়সী বড়–য়া, সুহিতা দে, শারদ প্রত্যুষ বল, জয়ন্ত ঘোষ শশী, স্বস্তিক দাস, অনিরুদ্ধ পাল,জারিন আনজুম, অরিত্র ঘোষ, অনুপ্রিয় বড়ুয়া,আদিত্য বড়ুয়া, আদিত্য নন্দী, পার্থিব প্রাজ্ঞ, আয়মান তাহনিফ, স্বনন সরোবর আহমেদ, শুভার্থী ঋতবান, স্বপ্নীল চৌধুরী, শেখ নাফসান ইউসরা, অর্চি অনিন্দিতা, দিব্য চক্রবর্তী, মুহ্তাসীম ইসলাম, লুবাবা ইলমিয়াত, সুজলা স্রবন্তী আহমেদ, জেরিন চৌধুরী প্রীতি, রুশমিলা ইসলাম ও সঞ্জয় ধর।

ফুলকির সর্বাধ্যক্ষ শীলা মোমেন শিশুদের নিয়ে অভিভাবকদের নাটকটি দেখার আমন্ত্রণ জানান। বিশ্বজুড়ে যুদ্ধের ডামাডোলে অন্যান্যদের সাথে শিশুদের করুণ পরিস্থিতির বিপক্ষে দাঁড়িয়েই এই নাটক।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।