চট্টগ্রাম: ধোঁয়া ওঠা ভাপা, চিতই পিঠা থেকে শুরু করে দেশি বিদেশি ঐতিহ্যবাহী শতাধিক পদের সুস্বাদু খাবারের ডালি সাজানো হয়েছে নগরের তারকা হোটেল দি পেনিনসুলা চিটাগংয়ের লেগুনা রেস্টুরেন্টে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় পেনিনসুলার লেভেল ৫-এ উইন্টার ফেস্ট এক্সট্রাভাগানজার উদ্বোধন করেন পেনিনসুলার জেনারেল ম্যানেজার সুমেধা গুণবর্ধন।
আয়োজকরা জানান, নগরে শীতকালীন বৈচিত্র্যময় খাবারের এটি বড় আয়োজন।
নাসিরাবাদ থেকে বন্ধুদের নিয়ে এসেছিলেন সৌরভ। তিনি জানান, পেনিনসুলার সব খাবারে অথেনটিক স্বাদ পেয়েছি। ফেস্টিভ্যালগুলোতে আমরা আসি দেশ-বিদেশের খাবারের সঙ্গে পরিচিত হতে। এবারও দারুণ খুশি। ডিনারে মাছ, মাংস, সবজির ভ্যারাইটি যেমন পেয়েছি তেমনি পিঠা উৎসব ও ডেজার্ট টেবিলও জমজমাট ছিল। আমার কাছে শীতের পিঠা, লাইভ স্টেশন ও আস্ত টার্কি ছিল লোভনীয়।
পেনিনসুলার এক্সিকিউটিভ শেফের তত্ত্বাবধানে অভিজ্ঞ শেফ টিম শীতকালীন খাবারের অনন্য ও স্বতন্ত্র স্বাদ উপহার দিচ্ছেন ইন্টার ফেস্ট এক্সট্রাভাগানজার বুফেতে। রয়েছে লাইভ স্টেশনে তাৎক্ষনিক প্রস্তুতকৃত খাবারের স্বাদ গ্রহণের সুযোগ।
নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারীরা ৪ হাজার ৫০০ টাকায় বাই ওয়ান গেট থ্রি ফ্রি এবং ৩ হাজার ৫০০ টাকায় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার উপভোগ করতে পারবেন।
বিস্তারিত ফোনে (017 5555 4617, 017 5555 4551) জানা যাবে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
এআর/পিডি/টিসি