চট্টগ্রাম: শিশু প্রতিষ্ঠান ফুলকি মঞ্চায়ন করছে নাটক ‘পোচতা’ (ডাকঘর)। ৯, ১০ ও ১১ জানুয়ারি নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে তিনটি মঞ্চায়ন অনুষ্ঠিত হবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায়।
নাটকটি মূলত গবেষণামূলক।
মঞ্চে অভিনয় করবেন- স্বপ্নময় মোহর, ঋদ্ধিমান রোদ্দুর, অরিত্র বড়ুয়া, সারাহ, শেখ রেহেনুমা মাহনূর, দেবর্ষী দীপ্র, রোহান রাজ, অগ্নিপ্রভা বৈদ্য, দেবস্মিতা দাশ, রুযাইনা ওয়াফিয়া, জুবিয়া রহমান, রেহনুমা তাসনীম, সুরঞ্জনা তলাপাত্র, প্রজ্ঞাপ্রিয়া হালদার, নয়নিকা নাথ, শ্রীজা মজুমদার, দীর্ঘ ওঙ্কার সোফি, শ্রেয়সী বড়ুয়া, সুহিতা দে, শারদ প্রত্যুষ বল, জয়ন্ত ঘোষ শশী, স্বস্তিক দাস, অনিরুদ্ধ পাল, জারিন আনজুম, অরিত্র ঘোষ, অনুপ্রিয় বড়ুয়া, আদিত্য বড়ুয়া, আদিত্য নন্দী, পার্থিব প্রাজ্ঞ, আয়মান তাহনিফ, স্বনন সরোবর আহমেদ, শুভার্থী ঋতবান, স্বপ্নীল চৌধুরী, শেখ নাফসান ইউসরা, অর্চি অনিন্দিতা, দিব্য চক্রবর্তী, মুতাসীম ইসলাম, লুবাবা ইলমিয়াত, সুজলা শ্রবন্তী আহমেদ, জেরিন চৌধুরী প্রীতি, রুশমিলা ইসলাম ও সঞ্জয় ধর।
ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন শিশুদের নিয়ে অভিভাবকদের নাটকটি দেখার আমন্ত্রণ জানান। বিশ্বজুড়ে যুদ্ধের ডামাডোলে অন্যান্যদের সাথে শিশুদের করুণ পরিস্থিতির বিপক্ষে দাঁড়িয়েই এই নাটক।
অগ্রিম প্রবেশপত্র পাওয়া যাচ্ছে ফুলকি কার্যালয়ে।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৫
এসি/টিসি