ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ১ জনের, আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
রাঙ্গুনিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ১ জনের, আহত ৪ ...

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় ইটবোঝাই ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিরণ দে (৫০) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কাপ্তাই সড়কে রাঙ্গুনিয়ার ইছাখালী ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কিরণ দে নগরের চান্দগাঁও মোহরা এলাকার অতুল দে’র ছেলে। তিনি পরিবার নিয়ে পটিয়ায় থাকতেন।

দুর্ঘটনায় আহত হন তার স্ত্রী অঞ্জনা দে (৪৫), ছেলে অনিক দে (১৮), মেয়ে রুবি দে (৭) ও অটোরিকশা চালক মো. তারেক (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটি থেকে ফেরার পথে ইছাখালী ভূমি অফিস এলাকায় ইটবোঝাই ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ চার যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হাসপাতালে আনার পর কিরণ দে’কে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত চালক ও নিহতের স্ত্রী-সন্তানদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।