ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে আন্তর্জাতিক সম্মেলন, দেশি-বিদেশি গবেষকদের মিলনমেলা 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
চবিতে আন্তর্জাতিক সম্মেলন, দেশি-বিদেশি গবেষকদের মিলনমেলা  ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, ভারত ও বাংলাদেশের ৭৫ গবেষকের মৌলিক গবেষণা উপস্থাপনের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) মার্কেটিং বিভাগের দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়েছে।  

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সমাপনী পর্বের মধ্য দিয়ে চবির ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে আন্তর্জাতিক সম্মেলনটি শেষ হয়।

সম্মেলনের মূল থিম "Sustainable Business Transformation: Challenges and Opportunities for Marketing" এর ওপর নির্ধারিত ১৫টি ট্র্যাকে গবেষকরা তাদের গবেষণালদ্ধ ফলাফল প্রকাশ করেন।

ব্যবসায় প্রশাসন অনুষদের চারটি ভেন্যুতে বিভিন্ন বিজনেস সেশন অনুষ্ঠিত হয়।

প্লেনারী সেশন অনুষদের মিলনায়তনে গতকাল ৮ জানুয়ারি সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার, বিশেষ অতিথি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং অতিথি হিসেবে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস এম নছরুল কদির উপস্থিত ছিলেন।  

এছাড়া কী-নোট স্পীকার হিসেবে এতে চারটি বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের দশিশা ইউনিভার্সিটির অধ্যাপক ফিলিপ সুগাই, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহামের অধ্যাপক আতাউর বেলাল, ভিয়েতনাম ন্যাশনাল ইউনিভার্সিটি অব ইকোনমিকস্ এন্ড বিজনেসের হেড অব মার্কেটিং ড. দাও ক্যাম থুই ও সফল কর্পোরেট প্রতিনিধি র‍্যাংকন-এর সিইও তানভির শাহরিয়ার রিমন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলন আয়োজক কমিটির কো-কনভেনর অধ্যাপক ড. তৈয়ব চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. তুনাজ্জিনা সুলতানা। সম্মেলনের প্রথমদিন বিভিন্ন বিজনেস সেশনে ২৪টি ও দ্বিতীয় দিনে ২১টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।  

পরে চট্টগ্রাম নগরীর হোটেল ওয়েল পার্কে প্লেনারী ক্লোজিং সেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার সম্মেলনের বিভিন্ন ট্র্যাকের সেরা প্রবন্ধ ও সম্মেলনের সেরা প্রবন্ধকে পুরস্কার তুলে দেন। চবি মার্কেটিং আন্তর্জাতিক সম্মেলন ২০২৫ এর মিডিয়া ও কম্যুনিকেশন উপ-কমিটির আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. ফুয়াদ হাসান।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।