ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আ.লীগ ক্ষমতার লোভে দেশকে ধ্বংসের পথে নিয়েছে: আবু সুফিয়ান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
আ.লীগ ক্ষমতার লোভে দেশকে ধ্বংসের পথে নিয়েছে: আবু সুফিয়ান বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান।

চট্টগ্রাম: দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদি গোষ্ঠীর প্রকৃত চেহারা উন্মোচিত হয়েছে। ক্ষমতার লোভে তারা কতটুকু বীভৎস হতে পারে, তা দেশের মানুষ দেখেছে।

দেশপ্রেম নয় তারা ক্ষমতার মোহে আচ্ছন্ন ছিল। তাই ক্ষমতার লোভ তাদের ধ্বংসের পথে নিয়ে গেছে।
তাদের ১৬ বছরের দুঃশাসন আইয়ামে জাহেলিয়ার যুগকেও হার মানিয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে বোয়ালখালী শাকপুরা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশনায়ক তারেক রহমান প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে তারা দেড় লাখ মামলা দিয়েছে জানিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান বলেন, ২ হাজারের বেশি নেতাকর্মীকে গুম ও খুন করেছে। কোন কোন নেতাকর্মীর বিরুদ্ধে ৩০০-৪০০ মামলা দিয়েছে। কিন্তু এত হামলা-মামলা ও নির্যাতন-নিপীড়ন সত্ত্বেও গণতন্ত্র পুনঃরুদ্ধারের লড়াই থেকে বিএনপির নেতাকর্মীরা একবিন্দু পিছু হঠেনি।  

তিনি আরও বলেন, আওয়ামী সরকার বিগত ১৬ বছরে রাষ্ট্র কাঠামোগুলো ধ্বংস করেছে। এই বিধ্বস্ত বাংলাদেশকে মেরামত করে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। রাষ্ট্র মেরামতে আমাদের নেতা তারেক রহমান দুই বছর আগে ৩১ দফা ষোষণা করেছিলেন। ৩১ দফার মধ্যেই রাষ্ট্র সংস্কারের মূল বিষয়গুলো উপস্থাপিত হয়েছে। এই ৩১ দফা দেশের মানুষের মুক্তির সনদ। রাষ্ট্র কাঠামো মেরামতের এই রূপরেখা বাস্তবায়িত হলে দেশ উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাবে। দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।  

৪ নম্বর শাকপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আজম খানের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজি পেয়ার মোহাম্মদের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির আহবায়ক ইসহাক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, উপজেলা বিএনপির সদস্যসচিব হামিদুল হক মান্নান।  

বক্তব্য দেন মো. শাহ আলম, মো. আক্কাস মেম্বার, রমজান আলী, ওয়াহিদুল আলম, মো. আমিন, ইঞ্জিনিয়ার তারেক, আবুল বশর, আরিফ চৌধুরী ছোটন, কফিল উদ্দিন, এমদাদ আনচারী, সাইফুল আলম, আব্দুল করিম, শেখ মনির প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।