ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতীয় ক্রিকেটারদের ১০টি নির্দেশনা বেঁধে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
ভারতীয় ক্রিকেটারদের ১০টি নির্দেশনা বেঁধে দিল বিসিসিআই

ভারতীয় ক্রিকেটারদের জন্য বেশ কিছু নিয়ম প্রণয়ন করা হয়েছে। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের যেগুলো মানতে হবে।

যদি নিয়মগুলো অমান্য করা হয় তবে জরিমানার পাশাপাশি আইপিএল খেলাতেও আসতে পারে নিষেধাজ্ঞা।

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই সিরিজ হারার পর এই নিয়মাবলী প্রণয়ন করে বিসিসিআই। এর আগে বিসিসিআই বোর্ড সচিব দেবজিত সাইকিয়ার সঙ্গে বৈঠকে বসেন প্রধান কোচ গৌতম গম্ভীর, টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা, প্রধান নির্বাচক অজিত আগারকার। সেখানেই ১০টি নির্দেশনা চূড়ান্ত করা হয়।  

নির্দেশনার মধ্যে রয়েছে:

১.ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ

জাতীয় দলে খেলার জন্য ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ অপরিহার্য। এটি বাধ্যতামূলক। শুধু বিশেষ পরিস্থিতিতে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ থেকে বিরত থাকা যাবে। তবে সেটি হবে নির্বাচক কমিটির চেয়ারম্যানের অনুমোদনসাপেক্ষে, যা স্বচ্ছতার সঙ্গে নিশ্চিত করতে হবে।

২. পরিবারের সঙ্গে ভ্রমণ সীমাবদ্ধতা 

ক্রিকেটাররা টিম হোটেল থেকে অনুশীলন বা ম্যাচ ভেন্যুতে দলীয় বাসে যাতায়াত করবেন। নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে আলাদাভাবে ভ্রমণ করা যাবে না, যদি না কোচ এবং নির্বাচক কমিটির চেয়ারম্যানের অনুমোদন থাকে।

৩. বেশি ওজন বহন করা যাবে না

দলের সঙ্গে সফরের সময় অতিরিক্ত ব্যাগেজ বহন করা যাবে না। ব্যাগ ও ওজন নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি হলে সেটি সংশ্লিষ্ট খেলোয়াড়কে নিজের খরচে বহন করতে হবে। দল করবে না। ৩০ দিনের বেশি লম্বা সফরের ক্ষেত্রে একজন খেলোয়াড় ৩টি স্যুটকেস ও ২টি কিট ব্যাগ অথবা সর্বোচ্চ ১৫০ কেজি ওজনের ব্যাগেজ নিতে পারবেন। আর সফর ৩০ দিনের কম হলে ব্যাগেজ নেওয়া যাবে ৪টি, ওজন ১২০ কেজির মধ্যে।
 
৪. ব্যক্তিগত স্টাফে বাধ্যবাধকতা

ব্যক্তিগত স্টাফ (যেমন ব্যবস্থাপক, রাঁধুনি, নিরাপত্তা কর্মকর্তা) সঙ্গে নেয়ার জন্য বিসিসিআইয়ের সুস্পষ্ট অনুমোদন থাকতে হবে।

৫. ক্রীড়াসামগ্রী পাঠানোর নিয়ম

বেঙ্গালুরুতে অবস্থিত সেন্টার অব এক্সেলেন্সে ক্রীড়াসামগ্রী পাঠানোর জন্য টিম ম্যানেজমেন্টের সঙ্গে সমন্বয় করতে হবে। আলাদাভাবে পাঠানোর ক্ষেত্রে খরচ সংশ্লিষ্ট খেলোয়াড়কেই বহন করতে হবে।

৬. অনুশীলনে উপস্থিতি

খেলোয়াড়দের পুরো অনুশীলন সেশন শেষ হওয়া পর্যন্ত মাঠে থাকতে হবে। নিজের অনুশীলন শেষ হলে আগেভাগে চলে যাওয়ার সুযোগ নেই।

৭. বাণিজ্যিক কার্যক্রমে অংশগ্রহণের নিষেধাজ্ঞা

সিরিজ বা ট্যুর চলাকালে খেলোয়াড়রা কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন বা কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

৮. পরিবারের ভ্রমণ নীতি

বিদেশে ৪৫ দিনের বেশি সফরে পরিবারের সদস্যদের নেওয়া যাবে, তবে সে ক্ষেত্রে একবারই এবং সর্বোচ্চ দুই সপ্তাহের জন্য। এ ক্ষেত্রে খেলোয়াড় ও তার পরিবারের আবাসনের খরচ বিসিসিআই বহন করবে।

৯. বিসিসিআইয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ
 
বিসিসিআইয়ের সব ধরনের প্রচারণামূলক কার্যক্রম, শুটিং বা অন্যান্য আয়োজনে খেলোয়াড়দের অংশগ্রহণ বাধ্যতামূলক।

১০. সফরের শেষে দলের সঙ্গে অবস্থান 

যদি ম্যাচ শেষ হয় তবে সিরিজ বা ট্যুর শেষ না হওয়া পর্যন্ত খেলোয়াড়দের দলের সঙ্গে থাকতে হবে, চলে যাওয়ার সুযোগ নেই।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।