ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

সিলেটকে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
সিলেটকে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী

গুঞ্জন ছিল ম্যাচ বয়কট করার। তবে পারিশ্রমিকের ২৫ শতাংশ পেয়ে আজ ম্যাচ রাঙিয়েছে দুর্বার রাজশাহী।

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নেমে তুলে নিয়েছে জয়। ৬৫ রানের বড় জয়ে তার উঠে এসেছে পয়েন্ট টেবিলের চার নম্বরে।  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৩তম ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে রাজশাহী। জবাব দিতে নেমে ১১৯ রানেই সবগুলো উইকেট হারিয়ে ফেলে সিলেট।  

মোহাম্মদ হারিস ও জিসান আলমের ব্যাটে শুরুটা ভালো হয় রাজশাহীর। তাদের ১৯ বলে ২৯ রানের জুটিটি ভেঙে দেন নাহিদুল ইসলাম। ১৪ বলে ১৯ রান করে ফেরেন হারিস। আরেক ওপেনার জিসানকেও ফেরান একই বোলার। ১৮ বলে ২০ রান করেন জিসান। তৃতীয় উইকেটে ৩৫ রানের জুটি গড়েন আনামুল হক বিজয় ও রায়ান বার্ল।  

তবে ২২ বলে ৩২ রান করে বিজয় বিদায় নিলে ভাঙে এই জুটি। মাঝে ইয়াসির আলী নেমে ১৯ রান করে সাঝঘরে ফেরেন। লড়তে থাকা বার্ল ২৭ বলে দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন। শেষদিকে আকবর আলীর ১৪ ও মৃত্যুঞ্জয়ের ১২ রানে ভালো সংগ্রহ পা রাজশাহী। সিলেটের হয়ে ৩ উইকেট নেন রুয়েল মিয়া। দুটি করে উইকেট পান নাহিদ ও নিহাদুল।  

রান তাড়ায় নেমে প্রথম ওভারে পল স্টার্লিংকে হারায় সিলেট। এক ওভার পরে বিদায় নেন রনি তালুকদারও। এই ধাক্কা সামলে তৃতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়েন জর্জ মুন্সে ও জাকির হাসান। ঝড়ো ব্যাট করতে থাকা জাকির ২৮ বলে ৩৯ রান করে বিদায় নিলে ভাঙে এই জুটি। কিছুক্ষণ পর উইকেট হারান মুন্সেও। তার ব্যাট থেকে আসে ২০ রান।  

বাকি সময়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট। মাঝে জাকের আলি এসে ২০ বলে ৩১ রান করেন। এতে অবশ্য লাভ হয়নি। হেরে তলানিতেই থাকতে হয় সিলেটের। রাজশাহীর হয়ে ৪ ওভারে ২৫ রান খরচায় ৩ উইকেট নেন সানজামুল ইসলাম। দুটি করে উইকেট নেন তাসকিন, মৃত্যুঞ্জয় ও আফতাব আলম।  

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।