ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ জিতে মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ

স্পোর্টস  ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
ম্যাচ জিতে মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ

বিপিএলে উড়ছে চিটাগাং কিংস। ৫ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে তারা।

তাতে বেশ ভালো অবদানই রেখেছেন সৈয়দ খালেদ আহমেদ। গতকালও খুলনা টাইগার্সের বিপক্ষে ২৬ রানে শিকার করেন ২ উইকেট। কিন্তু ম্যাচ জিতেই মায়ের মৃত্যুর খবর পেলেন ডানহাতি এই পেসার।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে চিটাগাং কিংস জানায়, ‘সৈয়দ খালেদ আহমেদের প্রিয় মায়ের মৃত্যুতে আমাদের গভীর সমবেদনা থাকল। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্তরে জায়গা করে দিন। ’

খালেদের বাড়ি সিলেটে। তিন দিন আগেই শেষ হয়েছে বিপিএলের সিলেট পর্ব। কিন্তু চট্টগ্রাম পর্ব দুঃসংবাদই বয়ে আনল তার জন্য।

বাংলাদেশের ১৫ টেস্ট ও ২ ওয়ানডে খেলেছেন খালেদ। টি-টোয়েন্টিতে অবশ্য অভিষেক হয়নি। তবে ঘরোয়া টি-টোয়েন্টিতে বেশ পরিচিত মুখ তিনি। বিপিএলের চলতি আসরে ৫ ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন ডানহাতি এই পেসার।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।