ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

রিয়ালকে জিতিয়ে রুডিগারকে গোল উৎসর্গ এনদ্রিকের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
রিয়ালকে জিতিয়ে রুডিগারকে গোল উৎসর্গ এনদ্রিকের

সহজ জয়ের পথেই ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু শেষ মুহূর্তের ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় সেলতা ভিগো।

সমতা এনে ম্যাচ নিয়ে যায় অতিরিক্ত সময়ে। তবে দিনশেষে বাজিমাত করে রিয়ালই। এনদ্রিকের জোড়া গোলে ৫-২ ব্যবধানের জয়ে কোপা দেল রে’র শেষ আটে নাম লেখায় তারা। ম্যাচ শেষে গোলদুটো সতীর্থ আন্তনিও রুডিগারকে উৎসর্গ করেন এনদ্রিক।

অতিরিক্ত সময়ে তিনটি গোল করে রিয়াল। এর মধ্যে দুটি গোলই আসে এনদ্রিকের কাছ থেকে। ব্রাজিলিয়ান এই ‘ওয়ান্ডার কিড’ চলতি মৌসুমেই নাম লেখান রিয়ালে। কিন্তু ছোট ছোট ঝলক ছাড়া এখনো সেভাবে তারকা হয়ে উঠতে পারেননি। তবে চাপের মুহূর্তে এই পারফরম্যান্স নিশ্চয়ই বাড়তি আত্মবিশ্বাস জোগাবে তাকে।

এনদ্রিক বলেন, ‘ম্যাচটি খুব কঠিন ছিল কারণ আমরা ২ এগিয়ে থেকেও দুটি গোল হজম করেছি। তবে এইটা রিয়াল মাদ্রিদ, আমরা শেষ পর্যন্ত লড়াই করি এবং সর্বদা জয়ের জন্য চেষ্টা করি। ’

‘আজকের গোল আমি রুডিগারকে উৎসর্গ করছি। আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করি, এবং সে জানে আমি প্রতিদিন কী করি। সে কখনো আমার প্রশংসা করেনি এবং আমি এতে বিরক্ত হই না। এটা দারুণ! কারণ সে আমাকে যা করতে হবে তা বলে। সে চমৎকার একজন মানুষ। এই দুটি গোল তার জন্য। ’

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।