ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

সব দায়িত্বই আমার না: সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
সব দায়িত্বই আমার না: সাকিব

এশিয়া কাপে বড় আশা নিয়ে গিয়ে একরকম ভরাডুবিই হয়েছে বাংলাদেশের। টুর্নামেন্টের কিছুদিন আগে তামিম ইকবাল অধিনায়কত্ব ছাড়লে নেতৃত্ব নেন সাকিব আল হাসান।

তার অধীনে এ দফায় শুধু আফগানিস্তানের বিপক্ষেই জিতেছে বাংলাদেশ। এ নিয়ে আলোচনা-সমালোচনাও হচ্ছে বেশ।  

সুপার ফোরের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায় বাংলাদেশ। শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামা এখন হয়ে গেছে অনেকটাই নিয়মরক্ষার। এ ম্যাচের আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাকিব বারবারই করলেন পাল্টা প্রশ্ন। এশিয়া কাপ ব্যর্থতার পর এখন বিশ্বকাপের আগে দলের প্রতি কোনো বার্তা থাকবে কি না এমন প্রশ্নের উত্তরে সাকিব বলছেন, সব দায়িত্ব তার না।

বৃহস্পতিবার শ্রীলঙ্কায় তিনি বলেন, ‘একটা জিনিস হচ্ছে সব দায়িত্বই এখানে আমার না। সবার সব দায়িত্ব আছে। আমি নিশ্চিত সবাই যার যার জায়গা থেকে কাজ করবে। আলাদা আলাদাভাবে যদি সবাই যার যার জায়গা থেকে কাজগুলো করতে পারে, তাহলে আমাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ’

‘আলাদা কাজগুলো একসঙ্গে যোগ করলে, তখন হয়তো আমরা ভালো করব। সবাই চেষ্টা করবে আমি জানি, তার জায়গা থেকে একটুও কম কাজ করবে না, যাতে যে বিশ্বকাপ ভালো করতে পারে। আমি আশাবাদী আমাদের দল ভালো করবে। ’

ভারতের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ হচ্ছে। এবারের ম্যাচটি অবশ্য খুব বেশি মূল্য নেই টুর্নামেন্ট বিবেচনায়। এ ম্যাচে থাকছেন না অভিজ্ঞ মুশফিকুর রহিম। তবুও ভালো খেলার তাড়না থাকবে বলেই জানিয়েছেন সাকিব।  

তিনি বলেন, ‘খেলার আগে কিভাবে বলব সহজ হবে না কঠিন হবে। আমরা যাবো যতটা সম্ভব ভালো খেলা যায় জেতার জন্য, বাকিটা আসলে খেলার পরে আপনারাই প্রশ্নের উত্তর দিতে পারবেন। ’ কী লক্ষ্য নিয়ে নামবেন এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘আপনি নামলে কি করতেন নামার আগে? আমরাও সেটাই করব (জয়ের জন্য)। ’

এশিয়া কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে হেরে। এরপর আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নেয়। কিন্তু এই পর্বের দুটি ম্যাচেই হেরে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশ। তবুও দলের পারফরম্যান্সে কি আলাদা করে কোনো সন্তুষ্টির জায়গা আছে?

সাকিব বলেন, ‘এগুলো আসলে মিডিয়াতে বলার বিষয় না– কোন জায়গা নিয়ে আমি সন্তুষ্ট, কোন জায়গা নিয়ে আমি সন্তুষ্ট না। এগুলো আসলে আমাদের টিম ম্যানেজমেন্টের আলোচনা করার বিষয় এবং ওখান থেকে সমাধান বের করার বিষয়। ’

বাংলাদেশ সময় : ১৮০৮ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।