ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপ

হাসারাঙ্গাকে ছাড়াই শিরোপা ধরে রাখার মিশনে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
হাসারাঙ্গাকে ছাড়াই শিরোপা ধরে রাখার মিশনে শ্রীলঙ্কা

এশিয়া কাপে শিরোপা ধরে রাখার মিশনে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। তবে দল সাজানোই কঠিন কাজ হয়ে পড়েছিল তাদের জন্য।

ইনজুরির কারণে আসর শুরুর আগেই ছিটকে পড়েন মূল দলের চার ক্রিকেটার। যাদের মধ্যে অন্যতম ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাকে ছাড়াই এশিয়া কাপে নামতে হচ্ছে লঙ্কানদের।

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) এবার দুর্দান্ত পারফর্ম করেন হাসারাঙ্গা। দলকে শিরোপা জেতানোর পাশাপাশি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট ছিলেন এই বোলিং অলরাউন্ডার। তাই এশিয়া কাপে লঙ্কানদের তুরুপের তাস হতে পারতেন। কিন্তু এলপিএলে ঊরুর চোটে পড়ে এশিয়া কাপে অনিশ্চিত হয়ে পড়েন তিনি। শেষ পর্যন্ত খেলাই হচ্ছে না তার।

দাসুন শানাকার নেতৃত্বে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। হাসারাঙ্গার মতোই চোটে কারণে এশিয়া কাপে নেই দুশমন্থ চামিরা, দিলশান মাদুশাঙ্কা ও লাহিরু কুমারা। 'ফ্লু' থাকায় পুরোপুরি সুস্থ হওয়ার পর দলের সঙ্গে যোগ দেবেন কুশল পেরেরা।  

এদিকে সবশেষ ২০২২ সালে অনুষ্ঠিত এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারায় তারা। যদিও আসরটি অনুষ্ঠিত হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। তবে এবার ওয়ানডে ফরম্যাটে শিরোপার জন্য লড়াই করবে ৬ দল। আগামী ৩১ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।

এশিয়া কাপে শ্রীলঙ্কা দল: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাভিক্রমা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, মাথিশা পাথিরানা, কসুন রাজিথা, দুশন হেমন্থ, বিনুরা ফার্নান্দো, প্রমোদ মাদুশান।

 

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।