ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

২০১১ বিশ্বকাপের চেয়ে বর্তমান দল অনেক ভালো : সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
২০১১ বিশ্বকাপের চেয়ে বর্তমান দল অনেক ভালো : সাকিব

রিকশায় চড়ে সাকিব আল হাসান এলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে। এ প্রজন্মের অনেকেরই হয়তো চোখে লেগে থাকার কথা।

সাকিবের অধীনে ২০১১ সালের ঘরের মাঠের বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ। যদিও করতে পারেনি খুব ভালো কিছু। ৬ ম্যাচের তিনটিতে জয় আর তিনটিতে হারতে হয়। গ্রুপের সাত দলের মধ্যে বাংলাদেশ হয় পঞ্চম।

আরও একটা বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। সাকিব আল হাসান নাটকীয়ভাবে পেয়ে গেছেন অধিনায়কত্ব। শুরুতে এশিয়া কাপের পর বিশ্বকাপও খেলতে যাওয়ার কথা তার নেতৃত্বেই। এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার আগের দিন সাকিব আল হাসানের কাছে প্রশ্ন এলো বিশ্বকাপ আর অধিনায়কত্ব নিয়েও।  

দীর্ঘদিন পরে পাকাপাকিভাবে ওয়ানডে অধিনায়কত্ব পেয়েছেন সাকিব। এখনও পর্যন্ত বাংলাদেশকে ৫০ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন সাকিব। ২৩টি জয়ের বিপরীতে হেরেছে ২৬টিতে; এক ম্যাচের ফল আসেনি। সাকিব নেতৃত্ব দিয়েছিলেন বিশ্বকাপেও। তবে আগের চেয়ে এখনকার দল অনেক ভালো, এমন মনে করছেন তিনি নিজেই।

শনিবার মিরপুরে সাকিব বলেন, ‘আসলে যদিও সেটা অল্প বয়সে ছিল, সেটা আমার জন্য অভিজ্ঞতা ছিল। এখন যেহেতু এখন অনেক বড় অভিজ্ঞতা আছে- আমার কাছে মনে হয় ওই দল থেকে এই দল অনেক ভালো। সেক্ষেত্রে আমাদের ভালো করার সম্ভাবনাটাও অনেক বেশি। প্রত্যাশা করবো যে, আমি যেন ওই রকমই কিছু একটা করতে পারি। ’

‘ম্যাচ বাই ম্যাচ আমাদের টার্গেট থাকবে। এশিয়া কাপ হোক বা বিশ্বকাপ। এই রকম টুর্নামেন্ট জিততে গেলে আসলে আপনাকে প্রতিটা ম্যাচ নিয়েই চিন্তা করতে হয়। ফল যদি চিন্তা করেন, তাহলে আপনার জন্য পরিস্থিতি কঠিন হয়ে যায়। আমরা চেষ্টা করবো, প্রতিটা ম্যাচ টার্গেট করতে। ওয়ান বাই ওয়ান। ওখানে যদি ভালো করতে পারি। মোমেন্টাম দেবে প্রথম কিছু ম্যাচ। সেখানে যদি আমরা ধারাবাহিকতা রাখতে পারি ভালো একটা টুর্নামেন্ট হতেই পারে। ’

সাকিব আল হাসান এ দফায় ওয়ানডে অধিনায়কত্ব পেয়েছেন তামিম ইকবালের কাছ থেকে। দুজনের দ্বন্দ্বের খবরও বেশ চর্চিত। তামিম পিঠের চোটে এশিয়া কাপ থেকে ছিটকে যান, অধিনায়কত্ব ছেড়ে দেন পাকাপাকিভাবেই। অধিনায়কত্ব নিয়ে কী আলোচনা হয়েছে? সাকিব বলেন, ‘পাপন ভাইয়ের সঙ্গে কথা হলো, আলোচনা হলো। তারপর তো পাপন ভাই ঘোষণা করলো। ’

অধিনায়ক হওয়ার পর একদিনও সাকিবকে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়নি। বৃহস্পতিবার মিরপুরে এসে অবশ্য ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন সাকিব। কী নিয়ে? সংবাদ সম্মেলনে প্রশ্ন এসেছিল এ নিয়েও।

তিনি বলেন, ‘দলের সঙ্গে মিটিংয়ে যা হয়েছে, ওদিন মূলত কোচিং স্টাফদেরই কথা হয়েছে। তারাই কথা বলেছে। আমার খুব বেশি একটা কথা বলতে হয় না। এমন না যে খুব বেশি খেলোয়াড় নতুন আসছে যাদেরকে আমি চিনি না। বেশিরভাগকে আমি অনেক দিন ধরে চিনি। বেশিরভাগই আমার অধীনে খেলেছে বা আমি তাদের অধীনে খেলেছি। খুব বেশি একটা মানিয়ে নেওয়ার দরকার আছে বলে মনে হয় না। ’

‘যে দুই একজন নতুন খেলোয়াড় এসেছে আমার ধারণা তারাও আমার সম্পর্কে ভালো ধারণা আছে। আমারও ও কোচিং স্টাফেরও ভালো আইডিয়া আছে। এখানে আসলে মানিয়ে নেওয়ার খুব একটা দিক আছে বলে মনে হয় না। সবাই জানে কার কার দায়িত্ব কী। যেহেতু আমাদের ক্রিকেটীয়  সংস্কৃতি আছে বা তৈরি করার চেষ্টা করছি, ওই জায়গা থেকে সবাই জানে যে যার যার জায়গা থেকে কাজটা বা কী করতে হবে ড্রেসিং রুমে। ’ 

এশিয়া কাপের সপ্তাহ দুয়েক পরই বাংলাদেশকে মাঠে নামতে হবে বিশ্বকাপে। এর মাঝখানে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজও রয়েছে। এশিয়া কাপেই কি বিশ্বকাপের প্রথম ধাপ? সাকিব দুটোকে দেখছেন আলাদা করে।

তিনি বলেন, ‘এটা দিয়ে আসলে ওটা বোঝার কোনো কারণ আছে বলে মনে হয় না। দুইটা পুরো ভিন্ন দুইটা টুর্নামেন্ট। হ্যাঁ, যদি এখানে আমরা ভালো করতে পারি, তাহলে আমাদের সেই আত্মবিশ্বাস দেবে যে এশিয়ার ভেতরে ভালো একটা দল হিসেবে গড়ে উঠতে পারি, পরে বিশ্বকাপেও আমাদের ভালো করার একটা সম্ভাবনা থাকবে। সেই দিক থেকে এটা গুরুত্বপূর্ণ। এর মানে এই না যে, এখানে খারাপ করলে সব আশা বিনষ্ট হয়ে যাবে। এটাতে ভালো করলেও যে সব আশা আরও বেড়ে যাবে সেটাও না। ’

‘এখন পুরোটাই এশিয়া কাপ কেন্দ্রিক আমাদের পরিকল্পনা, প্রস্তুতি সবকিছুই। এটা যখন শেষ হবে বিশ্বকাপের সময় আসবে তখন আমরা এটা নিয়ে চিন্তা করব। এই মুহূর্তে শুধু এশিয়া কাপ। আরও ছোট করে যদি বলতে চাই, এখন শুধু আফগানিস্তান ও শ্রীলঙ্কা আমাদের মাথায় আছে। ’ 

বাংলাদেশ সময় : ১৭৫৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।