ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, মে ২৮, ২০২২
নারায়ণগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (২৮ মে) দুপুরে চিটাগাং রোড এলাকায় ঢাবিতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা ও সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে হামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান মানিক, সিনিয়র সহ-সভাপতি আবু মো. মাসুম, সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাগর সিদ্দিকি, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, নাজমুল হাসান শান্ত, পিয়াস খন্দকার, শরিফুল ইসলাম, সাজ্জাদ হোসেন, রবিউল ইসলাম, আনিসুর রহমান শরীফ, সহ-সাধারণ সম্পাদক আল আমীন, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রিপন, কাজী শান্ত, হাবিবুর রহমান, শফিকুল ইসলাম সোহান, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাসিম হোসেন প্রিন্স, মো. সোহেল মিয়া, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেন, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব আকিব হাসান, আরিফ হাসান, ওমর হোসেন সোহাগ, গোলাম সারোয়ার সাজু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, মে ২৮, ২০২২
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।