ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ডোমারে যুবলীগ নেতা সৌরভ হোসেন গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
ডোমারে যুবলীগ নেতা সৌরভ হোসেন গ্রেপ্তার গ্রেপ্তার সৌরভ হোসেন

নীলফামারী: নীলফামারীর ডোমারে ২০১২ সালে জামায়াতে ইসলামীর অফিস ভাঙচুর ও হামলা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সৌরভ হোসেন (৩৭) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সৌরভ ডোমার পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও চিকনমাটি ধনীপাড়া এলাকার ফারুখ হোসেনের ছেলে।

 

সোমবার (১৩ জানুয়ারি) রাতে পৌর শহরের চিকনমাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।  

পুলিশ জানায়, ২০১২ সালে রাজনৈতিক অস্থিরতার সময় হামলা চালিয়ে যুবলীগের নেতাকর্মীরা জামায়াতের স্থানীয় কার্যালয় ভাঙচুর করে। এ ঘটনায় দায়ের করা মামলায় সৌরভ হোসেন অন্যতম আসামি ছিলেন। তিনি পলাতক ছিলেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১২ সালে জামায়াতে ইসলামীর অফিস ভাঙচুরের একটি মামলার এজাহারভুক্ত আসামি সৌরভ। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।