ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

বাগেরহাটে ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বাদশা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
বাগেরহাটে ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বাদশা গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, বাদশা, গ্রেপ্তার

বাগেরহাট: বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাদশা মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

চিতলমারী উপজেলার নালুয়া এলাকা থেকে গ্রেপ্তার করে সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে বাদশা মিয়াকে বাগেরহাট আদালতে পাঠায় পুলিশ।

 

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শাহাদত হোসেন বলেন, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি চিতলমারী উপজেলার আড়ুয়াবর্নি গ্রামের ব্যবসায়ী শামীম শেখের কাছে চাঁদার দাবিতে ইউপি চেয়ারম্যান বাদশা মিয়ার নেতৃত্বে প্রকাশ্যে দিবালোকে বাড়িতে  হামলা, ভাঙচুর-লুটপাট ও বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় থানায় মামলা হলেও তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। এলাকায় ফিরে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নানুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরও বলেন, ৫ আগস্ট হামলার ঘটনাসহ ঢাকার যাত্রাবাড়ি ও গাজীপুরসহ বিভিন্ন থানায়  হত্যা, নারী নির্যাতন, চাঁদাবাজি, হামলা–ভাঙচুর ও লুটপাটসহ ১৪ মামলা রয়েছে তার নামে। গ্রেপ্তারকৃত বাদশা মিয়া চিতলমারী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক।

এদিকে বাদশা মিয়ার গ্রেপ্তারের খবরে চিতলমারী উপজেলার বিভিন্ন এলাকায় মিস্টি বিতরণ করেছেন নির্যাতিত স্থানীয় বাসিন্দারা।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।