ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে বিএনপির ১৯ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
নোয়াখালীতে বিএনপির ১৯ নেতাকর্মী আটক

নোয়াখালী: নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকা থেকে বিএনপির ১৯ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা শ্রমিকদলের সভাপতি দেলোয়ার হোসেনের বাসা তাদের আটক করা হয়।

 
  
শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু জানান, আগামী শনিবার বিএনপির গণমিছিল সফল করতে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নোয়াখালী পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির  অঙ্গ ও সহযোগী সংগঠন প্রস্তুতি সভার আয়োজন করে। সেই সভা থেকে বিএনপির ১৯ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। বিএনপির গণমিছিলকে ঘিরে হঠাৎ এমন আটক চলছে।

সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।