ঢাকা: বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মো. মনির হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে এক ঘণ্টার বেশি সময় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করছিল তার অনুসারী কিছু পরিবহন শ্রমিকরা।
পুলিশ বলছে, শ্রমিক নেতা তালুকদার মনির হোসেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের এতটাই ঘনিষ্ঠ ছিল যে, তাকে জনসমক্ষে ‘আব্বা’ বলে সম্বোধন করতেন, মানে সরাসরি ‘আব্বা’ বলে ডাকতেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) শ্রমিক নেতা মনিরের গ্রেপ্তারের প্রতিবাদে সন্ধ্যা ৭টার দিকে তার কিছু অনুসারী শ্রমিকরা সাতরাস্তা মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে রাত সোয়া ৮টার দিকে তারা সড়ক ছেড়ে দেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান রাতে বাংলানিউজকে বলেন, শ্রমিক নেতা তালুকদার মো. মনির হোসেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এতটাই ঘনিষ্ঠ ছিল যে, জনসমক্ষে মনির আব্বা তাকে বলে ডাকতেন।
বর্তমানে শ্রমিক নেতা মনিরের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) চার থানায় তার বিরুদ্ধে মামলা আছে। বাড্ডা, গুলশান, খিলগাঁও ও পল্টন থানা।
তিনি আরও বলেন, সন্ধ্যার দিকে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড থেকে শ্রমিক নেতা তালুকদার মনির হোসেনকে তিনি নিজে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন। মনিরকে গ্রেপ্তারের কারণে তার কিছু অনুসারীরা সড়কে অবরোধ করে রাখে প্রায় এক ঘণ্টার মতন। গ্রেপ্তারের পরপরই শ্রমিক নেতা মনিরকে বাড্ডা থানায় সোপর্দ করা হয়।
** হত্যা মামলার আসামি ধরায় তেজগাঁওয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ
বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
এসআরএস/এজেডএস