ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

দেশ বদলাতে হলে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে: তারেক রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
দেশ বদলাতে হলে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে: তারেক রহমান

কুমিল্লা: দেশ বদলাতে হলে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, দেশকে বদলাতে হলে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে৷ আমরা প্রাথমিক শিক্ষার ওপর সর্বোচ্চ নজর দেব।

প্রাথমিক শিক্ষাকে এমনভাবে ঢেলে সাজানো হবে, যাতে দেশের সবচেয়ে মেধাবী ছেলেমেয়েরা শিক্ষকতায় আসেন। শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানো হবে। কোনো শিক্ষককে ক্লাস শেষে অন্য কাজে যাতে যুক্ত হতে না হয়, শিক্ষকরা যাতে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে মনোনিবেশ করেন, সেই ব্যবস্থা করা হবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) কুমিল্লার একটি কনফারেন্স হলে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একেকজন শিক্ষার্থীর ভেতর একেকটি প্রতিভা লুকায়িত আছে। সেগুলো ধরে ধরে কাজ করতে হবে। শিক্ষার্থীদের বাংলার বাইরে অন্য ল্যাঙ্গুয়েজ শেখাতে হবে। এমনভাবে তৈরি করতে হবে, যাতে করে পৃথিবীর কোনো প্রান্তে তারা না আটকায়, যোগ করেন তারেক রহমান।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, পতিত সরকার দুর্নীতির ওপর ভর করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। আমরা প্রাথমিক থেকে শিক্ষার্থীদের মাথায় ঢুকিয়ে দেব, দুর্নীতি খারাপ, দুর্নীতি খারাপ, দুর্নীতি খারাপ বাক্যটি। তাহলে শৈশব থেকে সবার মাথায় দুর্নীতিবিরোধী মনোভাব জন্ম নেবে।

ক্ষমতায় গেলে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের নামে বিভিন্ন স্থাপনা তৈরি করা হবে। যাতে এ অভ্যুত্থানের কথা সবাই মনে রাখে। নিহতদের পরিবার ও আহতদের পাশে বিএনপির যেসব নেতাকর্মী দাঁড়িয়েছে, তাদের সাধুবাদ জানাই। ক্ষতিগ্রস্তরা কে কোন দলের তা চিন্তা না করে বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে, এটি প্রশংসনীয়, যোগ করেন তারেক রহমান।

তিনি বলেন, সবজির পচন ও অপচয় ঠেকাতে বিভিন্ন স্থানে সমবায়ভিত্তিক ছোট ছোট কোল্ডস্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। দেশকে স্বনির্ভর করতে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।  

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এতে আরও অংশ নেন বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন-উর রশিদ ইয়াছিনসহ কুমিল্লা ছয়টি জেলা বিএনপি, মহানগর, পৌরসভার শীর্ষ নেতৃবৃন্দ।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির মিডিয়া সেলের সদস্য অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার বানু, সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলিসহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী ও কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবা হাবিব।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।