ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

লংগদু উপজেলা জামায়াতের নেতৃত্বে নাছির, নুরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
লংগদু উপজেলা জামায়াতের নেতৃত্বে নাছির, নুরুল মাওলানা মো. নাছির উদ্দীন ও মোহাম্মদ নুরুল করিম

রাঙামাটি: রাঙামাটির লংগদু উপজেলা জামায়াতের কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলার সব রুকন বা সদস্যদের ভোটে উপজেলা আমির নির্বাচিত হয়েছেন মাওলানা মো. নাছির উদ্দীন ও সেক্রেটারি মোহাম্মদ নুরুল করিম।

 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে জেলা জামায়াতের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য নেতারা হলেন- অ্যাসিসট্যান্ট সেক্রেটারি তাজ মাহমুদ ও মো. শিহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল জব্বার, ওলামাবিষয়ক সম্পাদক মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক খ ম মতিউর রহমান, বায়তুল মাল সম্পাদক মো. ওছমান গণি, স্বাস্থ্য ও মানবাধিকারবিষয়ক সম্পাদক ডা. ছিদ্দিকুর রহমান খোকন, শ্রমবিষয়ক সম্পাদক মো. মঞ্জুরুল হক।

এ কমিটি ২০২৫-২০২৬ সেশন অর্থাৎ আগামী দুবছর উপজেলার জামায়াতকে শক্তিশালী করতে কাজ করবেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সেক্রেটারি মো. মনছুরুল হক বলেন, বতর্মানে সাধারণ মানুষ স্বপ্ন দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে। তারা চায় দেশের আগামীদিনের নেতৃত্ব দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদেশের নেতৃত্ব দিতে হলে, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে, জামায়াতে ইসলামীকে নেতৃত্বের আসনে দেখতে চাইলে এ সংগঠনের প্রত্যেক নেতা-কর্মীকে যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে হবে।  

কাঙ্ক্ষিত সমাজ ও রাষ্ট্র সংস্কারের কাজে, সামাজিকসেবা বা কাজের মাধ্যমে সাধারণের মধ্যে স্থান করে নিতে হবে। আর এটা করতে সক্ষম হলেই বাংলাদেশ জামায়াতে ইসলামী তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে এবং মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে। সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে লংগদু উপজেলার এই দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে নতুন কমিটিকে।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।