ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইগাতীতে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
ঝিনাইগাতীতে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি. এম সালেহ্ উদ্দিন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এমতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা করিম।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ড. মল্লিক আনোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা।

এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিক উপস্থিত ছিলেন।  

পরে উপজেলা পরিষদ চত্বরে শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। এর আগে বিভাগীয় কমিশনার উপজেলার গজনী অবকাশ পর্যটন কেন্দ্র, রাংটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি বাড়ি, একটি খামার প্রকল্পের আওতায় গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে উঠান বৈঠক ও রাংটিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।  

বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।