ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

‘কব্জিকাটা গ্রুপে’র পাগলা নাসিরসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
‘কব্জিকাটা গ্রুপে’র পাগলা নাসিরসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর মোহাম্মাদপুর ও আদাবরে অভিযান চালিয়ে ‘কব্জিকাটা গ্রুপে’র সদস্য মো. নাছির ওরফে পাগলা নাসিরসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-২।

গ্রেপ্তার অন্যরা হলেন—মো. শাহীন ওরফে মোটা শাহীন (৩২), মো. আলামিন (৩০) এবং মো. শহীদুল ইসলাম আপন (২৫)।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে ছিনতাই-বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি ছুরি ও ১টি চাকু জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন র্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা এএসপি খান আসিফ তপু।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকার বিভিন্ন স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি নিয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই স্থানগুলোতে র্যাব-২ এর একাধিক আভিযানিক দল অভিযান পরিচালনা করে পাগলা নাসিরসহ চার ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে।

এই র্যাব কর্মকর্তা জানান, গ্রেপ্তার মো. নাছির কব্জিকাটা গ্রুপের অন্যতম সদস্য আনোয়ারের সহযোগী। তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় ৮টি মামলা রয়েছে। পাগলা নাসির চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এ ছাড়া গ্রেপ্তার অন্যান্য ছিনতাইকারীরাও রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের দেশীয় অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে নগদ টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের সাথে জড়িত।

এএসপি খান আসিফ তপু আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি তাদের থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পরবর্তীতে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
এসসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।