সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির দুই পক্ষের মধ্যে তখন রীতিমতো ইট বৃষ্টি চলছে। সড়কের দুই প্রান্তে অবস্থান নিয়ে প্রতিপক্ষকে ঘায়েলে মত্ত উভয় পক্ষ।
তার এমন উপস্থিতি চমকে দিয়েছে সবাইকে। তার এমন সাহসিকতাপূর্ণ ভূমিকার জন্য সাধারণ মানুষসহ বিবদমান দুই পক্ষও রীতিমতো তার প্রশংসায় পঞ্চমুখ।
বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে শ্যামনগরের মানুষের কাছে ‘ভাইরাল ইউএনও’ খেতাব পেয়েছেন রনী খাতুন।
জানা যায়, বিএনপির কমিটি নিয়ে গত কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে বেশ উত্তেজনা চলছে। উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি আব্দুল ওয়াহেদপন্থী নেতাকর্মীদের সঙ্গে সাধারণ সম্পাদক সোলায়মান পন্থীদের দুই দফা সংঘর্ষ হয়েছে গত ১৯ ও ২০ জানুয়ারি।
এসবের ধারাবাহিকতায় বুধবার উভয় পক্ষ শ্যামনগর উপজেলা সদরে পৃথক কর্মসূচির ঘোষণা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বংশীপুর থেকে নেতাকর্মীরা শ্যামনগরে ঢোকার পথে প্রশাসনের বাধায় পিছু হটে। একপর্যায়ে তারা ফিরে যাওয়ার সময় ইসমাইলপুর এলাকায় পৌঁছে প্রতিপক্ষের সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ান। দুই পক্ষ পাল্টাপাল্টি বৃষ্টির মতো ইট-পাটকেল ছুড়ছিল। এর মধ্যে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইউএনও নিজের দেহরক্ষী আনসার সদস্যসহ সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের পিছে ফেলে দৌড়ে চলে যান সংঘর্ষরত দুই পক্ষের মাঝখানে। এসময় তার পাশে থাকা সাইফুল নামে এক আনসার সদস্য বুকে ও শ্যামনগর থানার ওসি হুমমায়ুন কবীর পায়ে ইটের আঘাত পান।
এসময় তার উপস্থিতিতে দুই পক্ষ কিছুটা নিবৃত হলে সেই সুযোগকে কাজে লাগিয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাতকে সঙ্গে নিয়ে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় উভয় পক্ষকে ঘটনাস্থল থেকে হটিয়ে দেন ইউএনও।
এ বিষয়ে সোলায়মান কবীরের পক্ষের যুবদল নেতা শফিকুল ইসলাম দুলু জানান, ইউএনও অনেক সাহসী ভূমিকা রেখেছেন।
আব্দুল ওয়াহেদ পক্ষের নেতা আশেক ই এলাহী মুন্না জানান, অলৌকিকভাবে ইউএনও ম্যাডাম রক্ষা পেয়েছেন। তবে তিনি ওইভাবে সংঘর্ষের মধ্যে ঢুকে চরম বোকামির কাজ করেছেন। তবে তার কারণে পরে সংঘর্ষ থামানো গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন জানান, আরও বেশি ক্ষতি হওয়ার আগেই সংঘাত থামাতে কাউকে না কাউকে পদক্ষেপ নিতে হতো। তাই তিনি এমন কাজ করেছেন। তিনি সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজার রাখার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
এসআই