ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

সাঘাটায় ভুল চিকিৎসায় মা-নবজাতকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
সাঘাটায় ভুল চিকিৎসায় মা-নবজাতকের মৃত্যু  বোনারপাড়া ডিজিটাল হাসপাতাল ও ইনসাটে মরদেহ

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া ডিজিটাল হাসপাতালে চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর হাসপাতালে মরদেহ ফেলে পালিয়েছে চিকিৎসকসহ হাসপাতাল কর্তৃপক্ষ।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনোরঞ্জন কুমার বর্মণ বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তের মাধ্যমে হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ পাহারায় রাখা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১১টার দিকে প্রথমে নবজাতক ও পরে রাত ১২টার দিকে প্রসূতি মায়ের মৃত্যু হয়। প্রসূতি মা শিরিন আক্তার (২৬) ফুলছড়ি উপজেলার বাগবাড়ী গ্রামের কছের সরদারের মেয়ে ও সবুজ মিয়ার স্ত্রী।

স্বজন ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে শিরিনকে ডেলিভারির জন্য বোনারপাড়া ডিজিটাল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক প্রসূতি মায়ের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। অস্ত্রোপচারের মাধ্যমে শিরিনের একটি কন্যাশিশু হয়। রাত ১১টার দিকে নবজাতকটির মৃত্যু হয়।  

এদিকে এ ঘটনার পর রাতেই স্থানীয় ১৫/২০ জনের একটি দল হাসপাতালে গিয়ে ভাঙচুর করলে চিকিৎসক ও কর্তৃপক্ষ জীবনের ভয়ে পালিয়ে যায়। এরপর প্রসূতি মায়ের রক্তের প্রয়োজন দেখা দিলে হাসপাতালে চিকিৎসক না থাকায় তার শারীরিক অবস্থার অবনতি হয়। একপর্যায়ে রাত ১২টার প্রসূতি মা শিরিনের মৃত্যু হয়।

শিরিনের স্বামী সবুজ মিয়া ও তার স্বজনদের অভিযোগ, হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকলেও শিরিনের সিজারিয়ান অপারেশন করা হয়। চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা আর ভুল চিকিৎসার কারণে মা ও নবজাতক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।  

এর আগেও হাসপাতালে একাধিক নবজাতক ও প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতালটি বন্ধ করাসহ প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িত চিকিৎসক ও কর্তৃপক্ষের কঠোর শাস্তির দাবি করেন স্বজনরা।  

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে ডা. আব্দুল হাকিম দাবি করেন, সঠিকভাবে সিজারিয়ান অপারেশন করা হয়। নবজাতকের মৃত্যুর পর কয়েকজন হাসপাতালে এসে চাঁদা দাবি হামলা করলে ভয়ে চিকিৎসক ও নার্সরা পালিয়ে যায়। এ কারণে প্রসূতি মা রক্ত ও চিকিৎসার অভাবে মারা যান।  

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।