ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ট্রেনে কাটা পড়ে যাত্রীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
সিলেটে ট্রেনে কাটা পড়ে যাত্রীর মৃত্যু

সিলেট: সিলেটে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৩০) যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ১০টায় সিলেট রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন সিলেট রেলওয়ে স্টেশন প্লাটফর্মে থামার আগেই নামার চেষ্টা করে পা পিছলে গাড়ির নিচে পড়ে যান ওই যাত্রী। এ নিয়ে যাত্রীদের মধ্যে হুলূস্তুল শুরু হয়।

খবর পেয়ে জিআরপি থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।  

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, অসাবধানতাবশত গাড়ি থেকে নামতে গিয়ে ওই যাত্রী গাড়ির নিচে কাটা পড়ে।  

বাংলাদেশ সময়: ০৩১৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এনইউ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।