ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
সিলেটে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত

সিলেট: সিলেটের জাফলং পাথর কোয়ারি এলাকায় ট্রাকচাপায় সাথী রানী দাস (৩০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) কান্দুবস্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাথী সুনামগঞ্জের শাল্লা উপজেলার বড়গাঁও গ্রামের বিজয় দাসের স্ত্রী।

তিনি স্বামী ও সন্তান নিয়ে জাফলং মামার বাজার এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলো।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কান্দুবস্তি এলাকায় পাথর শ্রমিকের কাজ করছিলেন সাথী। এ সময় পাথরবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৩৯০২) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হিল্লোল রায় এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সন্ধ্যায় ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘন্টা, জানুয়ারি ১৬, ২০১৮
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।