ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মরিশাসে কর্মী পাঠাতে প্রস্তুত বাংলাদেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
মরিশাসে কর্মী পাঠাতে প্রস্তুত বাংলাদেশ বৈঠকে প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম ও মরিশাসের রাষ্ট্রপতি ড. আমেনা গারিব-ফাকিম

ঢাকা: বাংলাদেশ এখন অধিক প্রশিক্ষিত ও দক্ষকর্মী তৈরি করছে। চাহিদা অনুযায়ী যে কোনো সময় মরিশাসে কর্মী পাঠানোর জন্য বাংলাদেশ প্রস্তুত আছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

সোমবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় (মরিশাস) বিকেল ৩টায় দেশটি স্টেট হাউজে মরিশাসের রাষ্ট্রপতি ড. আমেনা গারিব-ফাকিমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রবাসী কল্যাণমন্ত্রী এ কথা জানান।  মঙ্গলবার (১৬ জানুয়ারি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসময় বৈঠকে আরো বাংলাদেশি কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান প্রবাসী কল্যাণমন্ত্রী।

সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মরিশাসের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানান মন্ত্রী। বাংলাদেশ থেকে মরিশাসে আরও কর্মী নেওয়ার জন্য মরিশাসের রাষ্ট্রপতিকে অনুরোধ জানান তিনি।

মরিশাসের রাষ্ট্রপতি ড. আমেনা গারিব-ফাকিম বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নতিসহ সর্বক্ষেত্রে উন্নয়নের প্রসংশা করেন তিনি। বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশ থেকে আরও কর্মী নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও মন্ত্রীর একান্ত সচিব মোহসিন চৌধুরী, উপ সচিব মো. যাহিদ হোসেন, মরিশাসে অবস্থিত শ্রম কল্যাণ উইংয়ের প্রথম সচিব মো. অহিদুল ইসলাম।

প্রবাসী কল্যাণ মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ১৪ থেকে ২০ জানুয়ারি মরিশাস ও সেশেলস দ্বীপপুঞ্জ সফরের উদ্দেশে বর্তমানে মরিশাসে অবস্থান করছেন। প্রতিনিধিদলটি আগামী ২৩ জানুয়ারি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

১৯৯২ সাল থেকে বাংলাদেশ থেকে মরিশাসে কর্মী পাঠানো হচ্ছে। ২০১৭ সালে কর্মীদের স্বার্থ সুরক্ষা ও কল্যাণার্থে মরিশাসে শ্রম কল্যাণ উইং চালু করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।