ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলার কৈতক পয়েন্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় নোমান আলী (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আনিস আলী (৭০) নামে অপর এক ব্যক্তি।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নোমান উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সদুখালী (বানিকান্দি) গ্রামের মুদ্দাসীর আলীর ছেলে।

আহত আনিস একই গ্রামের বাসিন্দা। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে কৈতক পয়েন্ট এলাকায় একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা স্থানীয় সড়ক থেকে আঞ্চলিক সড়কে উঠছিল। এসময় সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী নোমান নিহত হন। এসময় গুরুতর আহত হন আনিস।

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, পরিবারের সদস্যদের অন‍ুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।