ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে কলেজছাত্র হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
ঠাকুরগাঁওয়ে কলেজছাত্র হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন যাবজ্জীবন আদেশপ্রাপ্ত মাহাবুব

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে কলেজছাত্র জামিল আনছারী জুয়েল হত্যা মামলার মূল আসামি মাহাবুবুল আলমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের দণ্ডাদেশ দিয়েছেন আদালত।

এ মামলার অপর আসামি গোলাম কিবরিয়াকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে এক জণাকীর্ন আদালতে অতিরিক্ত দায়রা জজ হায়দার আলী এ আদেশ দেন।

মামলার বিররণে জানা যায়, ২০১২ সালের ১৩ অক্টোবর সদর উপজেলার মাতৃগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে কলেজছাত্র জামিল আনছারি জুয়েল বাড়ির পাশের একটি জমিতে ঘাস কাটতে যায়। শত্রুতার জের ধরে ওই গ্রামের মাহাবুব আলমসহ তিনজন ধারালো কাস্তে দিয়ে তাকে কুপিয়ে জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় জুয়েলের মৃত্যু হয়।
 
১৯ অক্টোবর জুয়েলের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।