ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

হালুয়াঘাটে ২ কলেজছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
হালুয়াঘাটে ২ কলেজছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার

ময়মনসিংহ: ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ময়মনসিংহের হালুয়াঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আকাশ (২৩) ও সৌরভ (২২) নামে দুই কলেজছাত্রকে হত্যার ঘটনার অন্যতম আসামি রাজিবকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, সোমবার (১৫ জানুয়ারি) রাতে জামালপুর জেলার ইসলামপুর উপজেলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা মামলার অন্যতম আসামি রাজিবকে গ্রেফতার করা হয়।

এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় সাহাপাড়া এলাকা থেকে জোড়া খুনে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়।

রাজিব এ হত্যা মামলার এজাহারভুক্ত ৭ নম্বর আসামি। তাকে মঙ্গলবার বেলা ১১টার দিকে আদালতে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হবে। এ হত্যা মামলার অন্যান্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি কামরুল ইসলাম।

এর আগে গত ৬ জানুয়ারি সন্ধ্যায় হালুয়াঘাট উপজেলা সদরের সাহা পাড়ায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ঝগড়ার জেরে উত্তেজিত প্রতিপক্ষ আকাশ ও সৌরভকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।  

পরদিন ৭ জানুয়ারি দুপুরে নিহত আকাশের বাবা হালুয়াঘাট শহীদ স্মৃতি কলেজের অধ্যাপক মজিবুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলাটি দায়ের করেন। এ মামলায় ৯ জনকে আসামি করা হয়। ওইদিন বিকেলেই পুলিশ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি নাহিদকে গ্রেফতার করে। পরে তাকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়।

বাংলাদেশ সময় ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮ 
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।