ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ বিক্রেতা আটক আটক মাদক বিক্রেতা মোহাম্মদ আলী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় আট কেজি গাঁজাসহ মোহাম্মদ আলী (২৬) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপরে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ প্রেস বিজ্ঞতির মাধ্যমে এ তথ্য জানায়। এর আগে সোমবার (১৫ জানুয়ারি) রাতে শহরের রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মোহাম্মদ আলী ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার খারহর গ্রামের নরুল ইসলামের ছেলে।

চন্দন দেবনাথ বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রেলস্টেশন থেকে ট্রেনে করে গাঁজা নিয়ে ময়মনসিংহ যাচ্ছিলেন মোহাম্মদ আলী। এসময় তার হাত ব্যাগ তল্লাশি করে ৮ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।