ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বলেশ্বর নদ থেকে ২ লাখ বাগদা পোনাসহ আটক ৪

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
বলেশ্বর নদ থেকে ২ লাখ বাগদা পোনাসহ আটক ৪

পাথরঘাটা (বরগুনা): সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদে অভিযান চালিয়ে প্রায় পৌনে ২ লাখ বাগদা পোনা ও ইঞ্জিনচালিত নামবিহীন একটি ট্রলারসহ ৪জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোরে বলেশ্বর নদের চরদুয়ানীর মোহনায় চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা এ অভিযান চালায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটক ব্যক্তিদের নাম জানা না গেলেও তাদের সবার বাড়ি পটুয়াখালীর মহিপুর এলাকায় বলে জানা গেছে।

চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, পটুয়াখালীর মহিপুর থেকে খুলনার উদ্দেশে যাওয়ার পথে সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদে অভিযান চালানো হয়। এসময় প্রায় পৌনে ২ লাখ বাগদা পোনা, ইঞ্জিনচালিত নামবিহীন একটি ট্রলারসহ ৪ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, তাদের পাথরঘাটা থানায় হস্তান্তর ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।