ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগনে পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগনে পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার গ্রেপ্তার প্রতারক জুটন

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগনে ও ডিএমপি কমিশনারের ছোট ভাই পরিচয় দিয়ে প্রতারণার দায়ে মো. জুটন মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জুটনের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়।

বুধবার (১৭ জানুয়ারি) রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ।  

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বৃহস্পতিবার এ তথ্য দেন।  

তিনি বলেন, প্রতারক জুটন মিয়া নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগনে ও ডিএমপি কমিশনারের ছোট ভাই পরিচয় দিয়ে এবং এডিট করে বানানো ছবি দেখিয়ে আ. রাজ্জাক রাজন নামের এক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সময় প্রতারণা করে ৭০ লাখ টাকা হাতিয়ে নেয়।

পরে বিষয়টি বুঝতে পেরে প্রতারণার শিকার রাজ্জাক সিলেটে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে একটি মামলা দায়ের করেন।

ওসি আরও জানান, আদালত আসামি জুটনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন। এর প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় জুটনের অবস্থান শনাক্ত করে কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জুটনকে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে বলেও জানান ওসি নুর মোহাম্মদ।

বাংলাদেশ সময়: ২৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
পিএম/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।