ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাপায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাপায় শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সাফিন আহমেদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দোয়েল চত্ত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

নিহত সাফিন কুমিল্লার মেঘনার চরবামনচর এলাকার শাহজালালের ছেলে ও সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকার মোশাররফ হোসেনের বাড়ির ভাড়াটিয়া।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, রাতে একটি ট্রাক শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী বিষয়টি জানালে ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়া ট্রাকচালক ফারুককে আটক এবং ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।