চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাহিম নজরুল (২৮) নামের এক পোল্ট্রি খামারির মৃত্যু হয়েছে। রোববার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের মিয়া বাড়িতে (গাইন বাড়ি) এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে নজরুল নিজ খামারে মুরগির খাবার দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে ওই হাসপাতাল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, নজরুলের মরদেহ থানা হেফাজতে রয়েছে। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন ও মৃত্যুর কারণ জানতে প্রাথমিক তদন্ত চলমান। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৮০৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
এএটি