ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রং-কেমিক্যাল মিশিয়ে শিশুখাদ্য, ২ ফ্যাক্টরি সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
রং-কেমিক্যাল মিশিয়ে শিশুখাদ্য, ২ ফ্যাক্টরি সিলগালা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ভাড়া বাসায় একটি চক্র রং ও কেমিক্যাল মিশিয়ে শিশুখাদ্য জুস, ট্যাং, আইসক্রিম ও আচারসহ বিভিন্ন পণ্য তৈরি করে আসছে। ঘটনাটি জানতে পেরে এলাকাবাসী দুটি অস্থায়ী কারখানা ঘেরাও করে রাখে।

খবর পেয়ে রোববার (১২ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার সাহাপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে কারখানাগুলো সিলগালা করে দেওয়া হয়।

জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান ও বিএসটিআই’র কর্মকর্তা মো. জিল্লুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুস, ট্যাং, আচার, আইস ললিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরিতে ব্যবহৃত পণ্য জব্দ করা হয়েছে।

প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র দুটি বাসা ভাড়া নিয়ে অবৈধভাবে শুধু ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে নামিদামি ব্র্যান্ডের মোড়কের আদলে জুস, আচার, ট্যাংসহ কয়েক ধরনের নকল পণ্য তৈরি করছে। সে পণ্যগুলো স্থানীয় বাজারে বাজারজাত করে আসছে। এর সাথে পৌর শহরের ৬নং ওয়ার্ড বাঞ্ছানগর এলাকার বাসিন্দা রাব্বি নামের এক ব্যক্তি জড়িত বলে জানা গেছে।  

ঘটনাস্থলে ফ্রুটি জুস, ট্যাং, আচার, ট্যাংয়ের মোড়কসহ বাচ্চাদের খাওয়ার আইস ললি, রোবট ও মেয়াদহীন জুস দেখা যায়। এ ছাড়া পণ্যগুলো তৈরিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ এবং রাসায়নিক দ্রব্যও পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ফ্যাক্টরিগুলো সিলগালা করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।