ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় নিরাপদ রপ্তানিযোগ্য আম উৎপাদন নিয়ে সেমিনার

  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
চুয়াডাঙ্গায় নিরাপদ রপ্তানিযোগ্য আম উৎপাদন নিয়ে সেমিনার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় রপ্তানিযোগ্য আম উৎপাদন বিষয়ে ব্যবসায়ীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দামুড়হুদা উপজেলার মেহেরুননেছা পার্কে সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে জেলার আম চাষি, ব্যবসায়ী ও বিভিন্ন জেলার কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেমিনারে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া।  

প্রধান আলোচক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক ড. হামিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরিচালক তাজুল ইসলাম পাটোয়ারিসহ অন্যরা।  

বক্তারা বলেন, দেশের আম বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের চাহিদা মিটিয়ে আম রপ্তানি করা হবে। বিদেশিদের কাছে ব্র্যান্ড হবে আমাদের দেশের বিভিন্ন জাতের আম। এজন্য মানসম্মত আম উৎপাদনের জন্য চাষিদের সঙ্গে নিয়ে সেমিনারের আয়োজন করা হচ্ছে।

বাংলাদেশের সবখানে সবস্থানে আম চাষ হয়, বাড়ির উঠোন থেকে বাণিজ্যিক খামার পর্যায়ে প্রচুর পরিমাণ আম গাছ আছে, তাই এসব গাছ পরিচর্যা ও আম উৎপাদনে মান ঠিক রেখে এ মৌসুমে আমের চাষ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।