ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

এবার ঢাকায় হাসনাতের গাড়িতে ধাক্কা, হত্যাচেষ্টার অভিযোগ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
এবার ঢাকায় হাসনাতের গাড়িতে ধাক্কা, হত্যাচেষ্টার অভিযোগ

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর গাড়িতে ফের ট্রাক আঘাত করেছে। এতে গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, আজ দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ী ব্রিজের দিকে একটি ট্রাক আবারও হাসনাত আবদুল্লাহকে বহন করা গাড়িতে ধাক্কা দেয়। গাড়ির ক্ষতি হলেও তারা এখন সুস্থ আছেন।  

এর আগে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে ঢাকা ফেরার পথে তাদের গাড়িবহরের একটি গাড়িতে ট্রাক আঘাত করে।  

এ বিষয়ে এক পোস্টে সারজিস আলম বলেন, এসব ষড়যন্ত্র করে আর কত? কয়জন হাসনাত মারবেন? মনে নাই সেই অভ্যুত্থানের দিনগুলোর কথা? একজনকে যখন বুলেটের আঘাতে লাশ বানিয়েছেন তখন সেই জায়গায় অন্যজন দাঁড়িয়ে গিয়েছে! কিন্তু পিছু হটেনি ৷ ঠিক একইভাবে এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত এখন দাঁড়িয়ে যেতে প্রস্তুত ৷ এই নতুন বাংলাদেশের চলার পথকে অবরুদ্ধ করার দুঃসাহস দেখাবেন না ৷ এই তরুণ প্রজন্ম মাথা নোয়াবার নয়।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪ 
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।