ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

যমুনা ফিউচার পার্ক থেকে চুরি হওয়া ১৩ ফোন নোয়াখালীতে উদ্ধার, অস্ত্রসহ গ্রেপ্তার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
যমুনা ফিউচার পার্ক থেকে চুরি হওয়া ১৩ ফোন নোয়াখালীতে উদ্ধার, অস্ত্রসহ গ্রেপ্তার ১

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে একটি দেশীয় একনলা বন্দুক ও ১৩টি মোবাইল ফোনসহ মো. ওমর ফারুক (১৯) নামে এক যুবককে আটক করেছে ঢাকার ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট (উত্তর)। মোবাইল ফোনগুলো রাজধানীর যমুনা ফিউচার পার্ক থেকে চুরি করা হয়েছিল।

 

বুধবার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের পশ্চিম কুতুবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।  

আটক মো. ওমর ফারুক ওই গ্রামের আব্দুল হালিম মিয়াজী বাড়ির নুরুল ইসলামের ছেলে।  

পুলিশ জানায়, গত ১৪ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের এসএম গেজেট বিডি নামে একটি মেবাইল ফোনে দোকান থেকে ১৬টি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় ঢাকার ভাটারা থানায় মামলা করেন ভুক্তভোগী দোকানের মালিক। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় চুরি হওয়া ফোন উদ্ধারে অভিযানে নামে ঢাকার ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের (উত্তর) একটি দল। অভিযানে চুরি হওয়া ফোনগুলোর মধ্যে ১৩টি ফোন এবং একটি একনলা বন্দুকসহ ওমর ফারুককে তার বাড়ি থেকে আটক করা হয়।  

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান জানান, উদ্ধার করা ফোনগুলো ভাটারা থানার মামলার আলামত হিসেবে জব্দ দেখানো হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।  

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।