ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু:

নানাবাড়ি থেকে লাশ হয়ে বাড়িতে ফিরছে ওরা!

ইমতিয়াজ আহমেদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
নানাবাড়ি থেকে লাশ হয়ে বাড়িতে ফিরছে ওরা! মৃত শিশুর স্বজনদের আহজারি।

মাদারীপুর: সৌদি প্রবাসী সানোয়ার হোসেন ও শারমিন আক্তার দম্পতির দুই সন্তান। মেয়ের বয়স পাঁচ আর ছেলের বয়স মাত্র তিন।

স্বামী বিদেশে থাকায় সন্তানদের নিয়ে শারমিন আক্তার তার বাবার বাড়িতেই থাকতেন। একটু অসচেতনতায় এই দম্পতির পুরো সংসারে আকাশ ভেঙে পড়লো! 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নানাবাড়ির পাশের পুকুরে পড়ে প্রাণ হারায় দুই ভাইবোন।  

সন্তান হারিয়ে নিঃস্ব মা শারমিন আক্তার বার বার মুর্ছা যাচ্ছেন। প্রবাসী স্বামী সানোয়ার হোসেনকে কী জবাব দেবেন তিনি। অন্যদিকে পাগল প্রায় নানা আব্দুল মালেক মাদবর। একদিকে নাতি-নাতনি হারানোর বেদনা অন্যদিকে খেয়াল রাখতে না পারার অপরাধ বোধ কুঁড়ে কুঁড়ে খাচ্ছে বৃদ্ধ আব্দুল মালেক মাদবরকে।

এদিকে একই সাথে দুই ভাইবোনের করুণ মৃত্যুতে শোকে স্তব্ধ এলাকাবাসীও।  

প্রতিবেশীরা জানান, সকালেও বাড়ির উঠানো অন্যান্য বাচ্চাদের সাথে খেলছিল দুই ভাইবোন। ফুটফুটে দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে বেশ ভালোই ছিল ওরা। নাতি-নাতনি নিয়ে নানা-নানিরও আদর-আহ্লাদের কমতি ছিল না। হঠাৎ করে সব কিছু অন্ধকার করে চলে গেল ওরা। ওদের নানা বারবার জ্ঞান হারাচ্ছেন। মেয়ের মুখে দিকে তাকাতে পারছেন না তিনি। কে কাকে স্বান্তনা দেবেন!

জানা গেছে, মুন্সীগঞ্জের শ্রীনগরের বিক্রমপুর এলাকার সানোয়ার হোসেনের কন্যা সন্তান স্বপ্না(৫) ও পুত্র সন্তান আব্দুর রহিম (৩)। শিশু সন্তানদের নিয়ে সানোয়ার হোসেনের স্ত্রী শারমিন আক্তার বাবার বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাবলাতলা এলাকার করম আলী হাজি কান্দি গ্রামে বসবাস করতেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এসময় সবার অগোছড়ে ঘরের পাশের পুকুরে পড়ে যায় শিশু দুটি। পরে দুপুর ১২টার দিকে শিশু দুটিকে না পেয়ে খোঁজাখুঁজি করলে পুকুরে ভাসতে দেখে পরিবারের লোকজন। দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শিশুদের মামা মাহবুব বলেন, আমাদের সবকিছু উলোট-পালোট হয়ে গেল। আমার চাচাতো বোনের সন্তান ওরা। দুই সন্তানই। ওদের বাবা সৌদি আরব থাকেন। দুই বছর আগে এসেছিলেন বাড়িতে। ওদের চাচারা এসেছেন। লাশ নিয়ে নিজেদের বাড়িতে কবর দেবেন। ওদের বাবা এলে ওদের নিয়ে নিজের বাড়িতে যাওয়ার কথা ছিল। অবশেষে লাশ হয়ে বাড়ি ফিরছে ওরা!'

সাকিরুন্নেছা নামে শারমিন আক্তারের চাচি বলেন, পুকুরের মধ্যে দুই ভাইবোনকে ভাসতে দেখে আমি চিৎকার দিয়ে দৌড়ে যাই। তখন ওদের মাও দৌড়ে আসে। পানি থেকেই মরা উঠাই ওদের!

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. তরিকুল ইসলাম বলেন, শিশুদের দুপুর ১২টার দিকে হাসপাতালে আনা হয়। তবে এর অনেক আগেই মারা গেছে। পানিতে বেশ কিছুক্ষণ ডুবে ছিল বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খুবই মর্মান্তিক।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ২৮,২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।