ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

শাহরাস্তিতে ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৮:৪৭ পিএম, এপ্রিল ১৪, ২০২৫
শাহরাস্তিতে ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা আটক মো. জাবেদ হোসেন।

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে গ্রাহকের ৮৪ লাখ আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংক পিএলসির কর্মকর্তা মো. জাবেদ হোসেনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার সূচিপাড়া জনতা ব্যাংকের ব্যবস্থাপক কার্তিক চন্দ্র ঘোষ থানায় অভিযোগ করার পর এই কর্মকর্তাকে আটক করে শাহরাস্তি থানা পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার।

আটক জাবেদ হোসেন ব্যাংকের ওই শাখার সিনিয়র অফিসার। তিনি লক্ষ্মীপুর জেলা সদর উপজেলার কুমেদপুর গ্রামের মোহাম্মদ উল্যাহর ছেলে।

ব্যাংক ম্যানেজার কার্তিক চন্দ্র ঘোষ অভিযোগে উল্লেখ করেন, সিনিয়র অফিসার মো. জাবেদ হোসাইন গত ২ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত তিনজন গ্রাহকের অ্যাকাউন্টের ৮৪ লাখ ৬৭ হাজার ৮১৪ টাকা আত্মসাতের জন্য লক্ষ্মীপুর, ঢাকা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ ও যশোরে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তির অ্যাকাউন্ট নম্বরে পাঠান। বিষয়টি নজরে আসার পর তিনি থানায় লিখিত অভিযোগ করেন।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, আটক ব্যাংক কর্মকর্তাকে দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। অর্থ আত্মসাতের বিভিন্ন প্রমাণাদি দুর্নীত দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে। এ বিষয়ে দুদকে মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৫
আরবি

বাংলাদেশ সময়: ৮:৪৭ পিএম, এপ্রিল ১৪, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।