ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় শীতার্তদের মধ্যে জেলা পুলিশের কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
নওগাঁয় শীতার্তদের মধ্যে জেলা পুলিশের কম্বল বিতরণ

নওগাঁ: নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে পাঁচ শতাধিক শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে পুলিশ লাইনন্স মাঠে পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, জেলার ডি আই ওয়ান মো. মোবারক হোসেন, পুলিশ লাইন্সের আর আই নজরুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মুনিরুল ইসলামের মানবিক উপহার হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সমাজের আইন শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি নানামুখী  সহমর্মিতামূলক কাজে পুলিশ সর্বদা নিয়োজিত। সামনের দিনেও পুলিশ বাংলাদেশের মানুষের সেবায় কাজ করে যাবে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।