ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ভারত

বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের বড় অংশ গার্মেন্টস শ্রমিক, দাবি আসামের মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের বড় অংশ গার্মেন্টস শ্রমিক, দাবি আসামের মুখ্যমন্ত্রীর

বাংলাদেশ থেকে অবৈধ পথে যারা ভারতে অনুপ্রবেশ করছেন, তাদের একটা বড় অংশ গার্মেন্টস শিল্প-শ্রমিক। এমন মন্তব্য করেছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

এই অনুপ্রবেশকারীদের বড় অংশই মুসলিম, হিন্দু নন- এই তথ্য বিএসএফের কাছ থেকে এরইমধ্যে পেয়েছে বিবিসি। এখন আসামের মুখ্যমন্ত্রীও সেই একই কথা স্বীকার করেছেন বলে জানাচ্ছে সংবাদ সংস্থা পিটিআই।

বুধবার (০২ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বি শ্বশর্মা বিষয়টি উত্থাপন করেন বলে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সঙ্কট দেখা দেওয়ার ফলেই অনুপ্রবেশ বেড়েছে।

হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বাংলাদেশে অস্থিরতা শুরু হতেই অর্থনীতি ভেঙে পড়ে। এর ফলে স্বাভাবিকভাবেই বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ তারাই সেখানকার সংখ্যালঘুদের তুলনায় বেশি প্রভাবিত হয়েছেন।  

তিনি বলেন, পোশাক শিল্পেও বেশিরভাগ শ্রমিকই সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ। তাই ভারতে অনুপ্রবেশ বেড়েছে এবং এদের বেশিরভাগই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ, যাদের আমরা ভারতে সংখ্যালঘু বলি।

আসামের মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের অনেক পোশাক কারখানার মালিক বেআইনিভাবে সস্তা শ্রম আমদানি করার জন্য এদের ভালো পরিমাণ অর্থ দিয়ে সহায়তা করছে।

হিমন্ত বিশ্বশর্মা আরও বলেন, বাংলাদেশের সংখ্যালঘুরা ‘ব্যাপক নির্যাতন সহ্য করলেও’ ভারতে আসার চেষ্টা করছেন না, কারণ, মুখ্যমন্ত্রীর ভাষায়, ‘তারা দেশপ্রেমিক’।

ওই আলাপচারিতার একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, গত পাঁচ মাসে অন্তত আসামে আমরা একজনও বাংলাদেশি হিন্দুকে আসতে দেখিনি। আমাদেরও উচিত নয় যে তাদের ভারতে আসতে উৎসাহ দেওয়া।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।