ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ভারত

কলকাতা বিমানবন্দরে আটকা পড়েছে ২২০ বাংলাদেশি যাত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
কলকাতা বিমানবন্দরে আটকা পড়েছে ২২০ বাংলাদেশি যাত্রী

কলকাতা: সকাল থেকেই কলকাতা বিমানবন্দরে আটকে পড়েছে ২২০ জন বাংলাদেশি যাত্রী। তারা সকলেই মালোশিয়া থেকে ঢাকা ফিরছিলেন।

কিন্তু ঘন কুয়াশার জন্য কলকাতা বিমানবন্দরে অবতরণ করাতে বাধ্য হয় বিমান কর্তৃপক্ষ।

জানা যায়, সোমবার দিবাগত রাতে ঘন কুয়াশার কারণে ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতায় অবতরণ করে 'ম্যালিন্দো এয়ার'। কিন্তু এদিন সকালে আবহাওয়া স্বাভাবিক হলেও যাত্রীদের ঢাকা ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেনি 'ম্যালিন্দো এয়ার' কর্তৃপক্ষ। অভিযোগ, যাত্রীদের থাকার বা খাওয়ার ব্যবস্থাও করেনি বিমান কর্তৃপক্ষ। এতে বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালের ট্রানজিট পয়েন্টে অবস্থান করছে বাংলাদেশি যাত্রীরা।

অফিসিয়ালি বিবৃতি না দিলেও কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানা যায়, কুয়ালালামপুর বিমান বন্দর থেকে স্থানীয় সময় রাত ১০টায় 'ম্যালিন্দো এয়ার' ছাড়ার কথা থাকলেও এক ঘণ্টা দেরিতে ছাড়ে। সব ঠিক থাকলে বিমানটির ভোরের দিকে ঢাকা পৌঁছানোর কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে বিমানটি ২২০ জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করে। এরপর থেকে যাত্রীরা ট্রানজিট পয়েন্টেই আটকে রয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কলকাতায় সন্ধ্যা ছটা পর্যন্ত বিমানবন্দরের আটকে রয়েছেন যাত্রীরা।  কলকাতা বিমানবন্দর তরফে জানা গেছে, আজ রাতে বিমানবন্দরেই অবস্থান করবে বাংলাদেশি যাত্রীরা। মঙ্গলবার সকালে বাংলাদেশি যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা দেবে ম্যালিন্দো এয়ার।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ৬ জানুয়ারি ২০২৩
ভিএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।